ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয় কর্তৃক ট্রাফিক ব্যবস্থাপনায় সম্মাননা ও এপ্রিল/২০২৪ মাসে বিশেষ সম্মাননা গ্রহণ

২৩ মে ২০২৪ খ্রিঃ দুপুর ০২:০০ ঘটিকায় রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীর পদ্মা কনফারেন্স রুমে এপ্রিল/২০২৪ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আনিসুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়। সভার শুরুতেই সভাপতি মহোদয় পবিত্র ঈদ-উল ফিতর-২০২৪ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতকরায় সিরাজগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়কে সম্মাননা প্রদান করেন। এছাড়াও ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করায় জনাব আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, উল্লাপাড়া মডেল থানা, সিরাজগঞ্জ এবং জনাব মোঃ হারুন অর রশীদ, অফিসার ইনচার্জ, রায়গঞ্জ থানা, সিরাজগঞ্জদ্বয়কে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন। এসময় পুলিশ সুপার, সিরাজগঞ্জ মহোদয় উপস্থিত ছিলেন। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ অফিসের সম্মানিত ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল জেলার পুলিশ সুপারগণ ও ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট(এসপি)গণসহ অন্যান্য ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।







সর্বশেষ সংবাদ
DIG Homepage