তানোর থানা পুলিশ কর্তৃক গত ২২/০২/২০২৪ খ্রিঃ তারিখের খুন মামলার এজাহারনামীয় ০৩(তিন) জন আসামী গ্রেফতার।

গত ইং ২২/০২/২০২৪ তারিখে রাজশাহীর তানোরে শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে জিয়ারুল ইসলাম (৪৪) নামে এক আওয়ামী লীগ কর্মী খুন হয়। বুধবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে ফুল দেন তিনি। বাড়ি ফেরার পথে তালন্দ ইউনিয়নের নিজ গ্রাম বিলশহরে তাঁকে এলোপাথাড়ি ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। রাজনৈতিক শত্রুতার জেরে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। পরবর্তীতে মাননীয় পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের দিকনির্দেশনায় তানোর থানার মামলা নং-২৫, তারিখ-২২/০২/২০২৪ খ্রিঃ, ধারা-৩৪১/৩০২/১১৪/৩৪ পেনাল কোড রুজু করা হয় এবং মামলার এজাহারনামীয় ১নং আসামী মোঃ আবুল হাসান(৪০), পিতা-মোঃ হাবিবুর @ হাবিবুর রহমান, মাতা- মোসাঃ হামিদা বেগম, স্থায়ী: গ্রাম- লালপুর, ৬নং আসামী মোঃ শাহিন(২৫), পিতা-মোঃ হাবিবুর রহমান, স্থায়ী: গ্রাম- বিলশহর ও ৯নং আসামী মোঃ রাশেল @ রাসেল আলী (২৮), পিতা-মৃত লুৎফর @ লুৎফর রহমান, মাতা- রাশিয়া বেগম, স্থায়ী: গ্রাম- বিলশহর, সকলের ডাকঘর- লালপুর, ইউনিয়ন- ০৫ নং তালন্দ, উপজেলা/থানা- তানোর, জেলা -রাজশাহীদেরকে গ্রেফতার করতঃ ০৩/০৩/২০২৪ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে সোর্পদ্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage