২৩(তেইশ) কেজি গাঁজা ও ০১টি মিনি ট্রাকসহ জেলা গোয়েন্দা শাখা সিরাজগঞ্জ কর্তৃক ০৩ জন মাদক কারবারি আটক

সিরাজগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় এর তথ্য ও দিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম এর নের্তৃত্বে ডিবির অফিসার ও ফোর্সসহ রায়গঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও চেকপোস্ট ডিউটি করাকালে ২৬/১১/২০২৩ খ্রিঃ ২৩.৫০ ঘটিকার সময় সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন চান্দাইকোনা পাবনা বাজারস্থ IFIC ব্যাংকের সামনে হাটিকুমরুল টু বগুড়াগামী পাকা রাস্তার উপরচেকপোস্ট ডিউটি করাকালে আসামী ১। মোঃ রাসেল খান(৩৫), পিতা-মোঃ মাসুম খান, মাতা-মোছাঃ নাজমা বেগম, বর্তমান সাং-পাটিকাবাড়ী পশ্চিমপাড়া, থানা-লালপুর, জেলা-নাটোর, স্থায়ী সাং-উত্তর কাউনিয়া (আব্দুর রউফ সেনিয়াবাত কলেজের পিছনে), থানা-কতোয়ালী, জেলা-বরিশাল ও ২। মোঃ নীরব আলী(১৯), পিতা-মোঃ রমজান আলী রঞ্জিত, মাতা-মোছাঃ আফরোজা খাতুন লিলি, সাং-পাটিকাবাড়ী পশ্চিমপাড়া, থানা-লালপুর, জেলা-নাটোরদ্বয়ের বহনকৃত ০১টি নীল রংয়ের মিনি ট্রাক তল্লাশী করিয়া তাহাদের গাড়ীর ব্যাক বডিতে রক্ষিত ২০(বিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও পৃথক আরো একটি অভিযানে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম এর নের্তৃত্বে ডিবির অফিসার ও ফোর্সসহ সিরাজগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালে ২৭/১১/২০২৩ খ্রিঃ ১১.৪০ ঘটিকার সময় সিরাজগঞ্জ থানাধীন সিরাজগঞ্জ পৌরসভাস্থ বাজার স্টেশন সংলগ্ন সম্পা সুইটস্ এন্ড কনফেকশনারীর সামনে পাকা রাস্তার উপর আসামী ১। মোঃ জিলহক আলী আকন্দ(৫১), পিতা-মৃত আব্দুস সোবহান আকন্দ, মাতা-মৃত রঙ্গিলা খাতুন, সাং-হাটিকুমরুল হাটিপাড়া, থানা-সলংগা, জেলা-সিরাজগঞ্জ এর হেফাজত হইতে ০৩(তিন) কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর পিসি/পিআরঃ ধৃত আসামী মোঃ জিলহক আলী আকন্দ(৫১) এর বিরুদ্ধে ০৩টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage