“জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ কর্তৃক ৬০(ষাট) কেজি গাঁজা ও ৬,০০০ (ছয় হাজার) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকারসহ ০২ জন আটক

সিরাজগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় এর তথ্য ও দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম এর নের্তৃত্বে সঙ্গীয় ডিবির অফিসার ও ফোর্সসহ সিরাজগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও চেকপোস্ট ডিউটি করাকালে ২৬/১০/২০২৩ খ্রিঃ দুপুর ১৩.৪০ ঘটিকায় সিরাজগঞ্জ থানাধীন ১০ নং সয়দাবাদ ইউনিয়নের অন্তর্গত সদানন্দপুর গ্রামস্থ মিয়াবাড়ী মার্কেটের সামনে কড্ডার মোড় হতে সিরাজগঞ্জ শহরগামী পাকা রাস্তার উপর ধৃত আসামী ১। মোঃ রুবেল মিয়া(৪০), পিতা-মোঃ মর্তুজ আলী, মাতা-মোছাঃ মিনারা খাতুন, সাং-শরিফাবাদ (শরিফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিমে), থানা-হবিগঞ্জ সদর ২। মোঃ জসিম মিয়া(৩৭), পিতা-মোঃ আবুল মিয়া, মাতা-মোছাঃ ছুবেরা খাতুন, সাং-ব্যাঙ্গাডোবা মুড়াপাড়া (০৯নং ইউপি), থানা-মাধবপুর, উভয় জেলা-হবিগঞ্জদ্বয়ের বহনকৃত ০১টি সাদা রংয়ের TOYOTA প্রাইভেটকার তল্লাশী করে তাদের দেখানো ও বাহির করে দেওয়া মতে তাদের প্রাইভেট কারের ব্যাক ডালার ভিতরে রক্ষিত ৬০(ষাট) কেজি গাঁজা ও ড্রাইভিং সীটের দরজার প্যাড ক্যাভারের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত ৬,০০০(ছয় হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর পিসি/পিআরঃ ধৃত ০২নং আসামী মোঃ জসিম মিয়া(৩৭) এর বিরুদ্ধে ০১টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage