২২ অক্টোবর ২০২৩ রোজ রবিবার নাটোর জেলার পুলিশ অফিস বার্ষিক পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ আনিসুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়। জনাব মোঃ তারিকুল ইসলাম পিপিএম, পুলিশ সুপার, নাটোর ডিআইজি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান। বার্ষিক পরিদর্শন শেষে তিনি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সাধারণ মানুষের শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতা ছাড়া পুলিশ কখনও সফলভাবে দায়িত্ব পালন করতে পারেনা । সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের লক্ষ্যে সফল গণসংযোগ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে গতিশীল করার নির্দেশনা প্রদান করেন। সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের ধৈর্যের সহিত আইনানুগ কর্তব্য পালন এবং বিনয়ী হওয়ার নির্দেশ প্রদান করেন ।