সম্মানিত আইজিপি মহোদয়ের বগুড়া জেলা সফর উপলক্ষে যাত্রা বিরতিতে পুলিশ সুপার সিরাজগঞ্জ এঁর সাক্ষাৎ ও শুভেচ্ছা জ্ঞাপন

সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম মহোদয় ঢাকা হতে বগুড়া জেলা সফরের জন্য রওনা হয়ে ০৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ সন্ধ্যা ১৯.০০ ঘটিকার সময় সিরাজগঞ্জে যাত্রা বিরতি করেন। আইজিপি মহোদয়ের যাত্রা বিরতিতে সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় সাক্ষাৎ ও তাঁকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। উক্ত যাত্রা পথে সফর সঙ্গী হিসেবে জনাব আবু হাসান মুহম্মদ তারিক, বিপিএম, অতিরিক্ত আইজিপি(ফিন্যান্স), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মহোদয় উপস্থিত ছিলেন। এছাড়াও অতিরিক্ত ডিআইজি, অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ, জেলা প্রশাসক, সিরাজগঞ্জ, কমান্ডেন্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিরাজগঞ্জ, পুলিশ সুপার, পিবিআই, সিরাজগঞ্জ, পুলিশ সুপার, হাইওয়ে রিজিয়ন, বগুড়াসহ সিরাজগঞ্জ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। যাত্রা বিরতি শেষে সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয় বগুড়া জেলার উদ্দেশ্যে রওনা করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage