ইং ১৮/১০/২০১৯ তারিখ রাত্রী ৪:৩০ ঘটিকায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন নিশ্চিন্তা টু চাঁনপাড়া পাকা রাস্তার পূর্ব ধারে ভাড়াহুত শিরট্টি উচ্চ বিদ্যালয়ের অনুমান ২০০ গজ দক্ষিণে ধানের জমির পার্শ্বে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা শলামর্শ করাকালে পাঁচবিবি থানা এলাকায় কিলো-নাইট ডিউটি করাকালীন সময় পাঁচবিবি থানার এসআই আহম্মদ আলী সরদার সংগীয় অফিসার ফোর্সসহ গাড়ী হইতে নেমে সেখানে আবস্থানের কারন জিজ্ঞাসা করা মাত্রই অজ্ঞাতনামা ব্যক্তিগণ পুলিশের উপরে চড়াও হয় এবং এক পর্যায়ে অতর্কিত ভাবে পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ভাবে গুলিবর্ষণ করতে থাকে। পুলিশ নিরাপদ দূরত্বে কৌশলে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি জানা সত্বেও অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ অব্যাহত রাখলে পুলিশ ও নিজেদের জানমাল ও সরকারী অস্ত্র, গুলি সম্পদ রক্ষার্থে শর্ট গান হইতে ০৭ (সাত) রাউন্ড ফাকা গুলিবর্ষণ করেন। গোলাগুলির এক পর্যায়ে অজ্ঞাতনামা সন্ত্রাসী দল অন্ধকারে গুলিবর্ষণ করিতে করিতে বিভিন্ন দিকে ছড়িয়ে কৌশলে অন্ধকারে পালিয়ে যায়। পুলিশ টর্চ লাইটের আলোতে চারদিকে খুজাখুজির সময় সন্ত্রাসীদের গুলিতে মৃত অবস্থায় কুখ্যাত অপহরণকারী সন্ত্রাসী মোঃ আমিরুল ইসলাম @ ক্যাসেট (৪১), পিতা- মৃত সাহাবুল শেখ @ পিঁপড়া @ মাহবুল সাং-পিয়ারা, থানা-পাঁচবিবি, জয়পুরহাটকে উদ্ধার করেন। পুলিশ সেখান থেকে একটি লোহার তৈরী দেশীয় পিস্তল এবং ০৭ টি পিতলের তৈরী কার্তুজও উদ্ধার করেন।