মাননীয় পুলিশ সুপার,নাটোর ও অতিরিক্ত পুলিশ সুপার, নাটোর সার্কেল স্যারের দিক নির্দেশনায় নলডাঙ্গা থানার মামলা নং-১৩ তাং-১৯-০৭-২০২৩ খ্রিঃ ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন (সং/০৩) আইনের ৯(১) সংক্রান্তে প্রতিবন্ধী শিশু মেয়েকে ধর্ষণের অভিযোগে নলডাঙ্গা থানাধীন পূর্ব মাধনগর গ্রাম হতে আসামী মোঃ আজদ (৫৪) পিতা-মৃত সাবের আলী, সাং-পূর্ব মাধনগর, থানা-নলডাঙ্গা, জেলা- নাটোর’কে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।