সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়ের দিক-নির্দেশনায় জনাব মোঃ রওশন আলী, ইনচার্জ, ডিবি, সিরাজগঞ্জের তত্ত্বাবধানে জনাব মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম, ইন্সপেক্টর, ডিবি, সিরাজগঞ্জের নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ ওয়াদুদ আলী, পিপিএম, ডিবি, সিরাজগঞ্জসহ সঙ্গীয় অফিসার ফোর্স বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও চেকপোস্ট ডিউটি করাকালে ০৭/০৭/২০২৩ খ্রিঃ সন্ধ্যা ১৮.৩০ ঘটিকার সময় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন মুলিবাড়ী ফ্লাইওভার এর পূর্বপার্শ্বে ঢাকা টু কুড়িগ্রামগামী মহাসড়কের উপর চেকপোস্ট ডিউটি করাকালে ঢাকা হতে কুড়িগ্রামগামী KHAJA Travels নামক বাস যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-৪৭৩২’তে তল্লাশী চালিয়ে C3, D3 ও D4 সিটের যাত্রীদের আটকপূর্বক সাক্ষীদের উপস্থিতিতে দেহ তল্লাশিকালে আসামী ১। মোঃ লাল মিয়া@লালন(৪০), পিতা-মৃত তারা কেতু মিয়া, ২। মোঃ রাসেল মিয়া(৩০), পিতা-মোঃ বাবলু মিয়া, ৩। মোছাঃ নাজমিন খাতুন(২৮), স্বামী-মোঃ রাশেদুল ইসলাম, পিতা-মোঃ নুরুজ্জামান, সর্ব সাং-বড় মজিদপুর, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুরগণদের নিকট হতে সর্বমোট ৫,০০০ (পাঁচ হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ তালিকামূলে জব্দ করেন। আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের নিয়মিত মামলা রুজু হয়েছে।