কাজিপুর থানা পুলিশ কর্তৃক ০৬টি চোরাই মোটর সাইকেলসহ ০১জন গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়ের দিক-নির্দেশনায় জনাব শ্যামল কুমার দত্ত, পিপিএম, অফিসার ইনচার্জ, কাজিপুর থানার নেতৃত্ব ও তত্বাবধানে এসআই(নিঃ) সজিব হাসান তার সঙ্গীয় অফিসার ফোর্সসহ ০৪ জুলাই ২০২৩ খ্রিঃ কাজিপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত আসামী ১। মোঃ বিপ্লব (২৮), পিতা- মোঃ আলী আকবর, সাং-মুসলিমপাড়া, থানা- কাজিপুর, জেলা- সিরাজগঞ্জ এবং ০৫জন পলাতক আসামীদের নিকট হতে মোট ০৬টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মোটর সাইকেলের বর্ণনাঃ ১। ০১ (এক) টি কালো রংয়ের রেজিঃ বিহীন ১৫০ সিসি Pulsar মোটর সাইকেল, যার ইঞ্জিন নং- DHZWHK19687, চেসিস নং- MD2A11CZ9HWK89691, ২। ০১ (এক) টি সাদা-লাল-কালো রংয়ের রেজিঃ বিহীন ১১০ সিসি Discover মোটর সাইকেল, যার ইঞ্জিন নং- JBXWMJ81419, চেসিস নং- PSUA15AZ9NTL71919, ৩। ০১ (এক) টি সাদা-লাল-কালো রংয়ের রেজিঃ বিহীন ১১০ সিসি Discover মোটর সাইকেল, যার ইঞ্জিন নং- JBXPNE51601, চেসিস নং- PSUA15AZ7NTH97000, ৪। ০১ (এক) টি কালো-নীল রংয়ের রেজিঃ বিহীন ১১০ সিসি Discover মোটর সাইকেল, যার ইঞ্জিন নং- JBZWFA02918, চেসিস নং- MD2A14AZ3FWA97316, ৫। ০১ (এক) টি নীল রংয়ের রেজিঃ বিহীন ১৬০ সিসি Apache RTR মোটর সাইকেল, যার ইঞ্জিন নং- CE4AJ2262566, চেসিস নং- MD634KE49J2A60871, ৬। ০১(এক)টি লাল কালো Discover ১২৫ সিসি যার ইঞ্জিন নং- JZZWGF4533,চেসিস নং-MD2A15BZ1GWF94354 এ সংক্রান্তে কাজিপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage