কাজিপুর থানা পুলিশ কর্তৃক ০৮টি চোরাই মোটরসাইকেলসহ ০৪জন গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়ের দিক-নির্দেশনায় জনাব শ্যামল কুমার দত্ত, পিপিএম, অফিসার ইনচার্জ, কাজিপুর থানা, সিরাজগঞ্জের নেতৃত্ব ও তত্বাবধানে এসআই পলাশ চৌধুরী সঙ্গীয় অফিসার ফোর্সসহ ০২ জুলাই ২০২৩ খ্রিঃ দিবাগত রাতে কাজিপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৮টি চোরাই মোটরসাইকেল ও আসামী ১। মোঃ সাকিবুল হাসান (২২), পিতা- মৃত হযরত মোল্লা, সাং-কুনকুনিয়া মোল্লাবাড়ী, ২। মোঃ ইউসুফ মন্ডল (২১), পিতা- মোঃ সামছুল হক, সাং-ছালাভরা মধ্যপাড়া, ৩। মোঃ বিপ্লব মিয়া (২৬), পিতা- মোঃ সাহেব আলী, সাং- কুনকুনিয়া হঠাৎপাড়া, ৪। মোঃ শরিফুল ইসলাম জয় (২২), পিতা-মোঃ লুৎফর রহমান, সাং-বিয়াড়া চরপাড়া, সর্ব থানা- কাজিপুর, জেলা-সিরাজগঞ্জদের গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলের বর্ণনাঃ ১। ০১ (এক) টি কালো রংয়ের রেজিঃ বিহীন ১৫০ সিসি Pulsar মোটর সাইকেল, যার ইঞ্জিন নং- ...২৯১৫ (প্রথম কয়েকটি ডিজিট অস্পষ্ট), চেচিস নং- PSUA11CY2MTD. (শেষের কয়েকটি ডিজিট অস্পষ্ট), ২। ০১ (এক) টি ম্যাট রংয়ের রেজিঃ বিহীন ১৫৫ সিসি Suzuki Gixxer Monoton মোটর সাইকেল, যার ইঞ্জিন নং- BGA...S4507 (মাঝের কয়েকটি ডিজিট ও শেষে ডিজিট অস্পষ্ট), চেচিস নং- MB8NG4BAEF8152305, ৩। ০১ (এক) টি নীল রংয়ের রেজিঃ বিহীন ১৬০ সিসি Apache RTR মোটর সাইকেল, ইঞ্জিন নং- C1E6223074, চেচিস নং-2G2F30853, ৪। ০১ (এক) টি নীল রংয়ের রেজিঃ বিহীন ১৫০ সিসি Apache RTR মোটর সাইকেল, ইঞ্জিন নং- C1F7259759, চেচিস নং- MD624H01XH2F68624, (০১XH২ লেখার ডিজিটগুলো অস্পষ্ট), ৫। ০১ (এক) টি কালো রংয়ের রেজিঃ বিহীন ১৫০ সিসি Pulsar মোটরসাইকেল, যাহার ইঞ্জিন নং-DHXCMK53797, চেচিস নং- PSUA11CY1MTM81125, ৬। ০১ (এক) টি নীল রংয়ের রেজিঃ বিহীন ১৬০ সিসি Apache RTR মোটর সাইকেল, যাহার ইঞ্জিন নং- 0E4AJ2464964, চেচিস নং- MD634KE44J2A63578, ৭। ০১ (এক) টি নেভী ব্লু রংয়ের রেজিঃ বিহীন ১৫০ সিসি Pulsar মোটর সাইকেল, যাহার ইঞ্জিন নং- DHYWHE32951, চেচিস নং- MD2A11CY3HWE96698 লেখা আছে, ৮। ০১ (এক) টি কালো রংয়ের রেজিঃ বিহীন ১০০ সিসি Discover মোটর সাইকেল, যাহার ইঞ্জিন নং- JBZWGF31660, চেচিস নং- MD2A14AZ6GWF97676. এ সংক্রান্তে কাজিপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage