হেরোইন সহ ০২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

 নলডাঙ্গা থানা,নাটোর টিম অভিযান কালে  ১৫/০৬/২০২৩ খ্রিঃ তারিখ  ১৩.৫০ ঘটিকায় নলডাঙ্গা থানাধীন নলডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামস্থ মোঃ স্বপন পিতা মোঃ আমিরুল হক মাস্টার এর বাড়ির সামনে  পাকা রাস্তার উপর হতে  ১.৩৪ (এক দশমিক তিন চার) গ্রাম  হেরোইন সহ আসামী ১)  মোঃ শাহীন (৩৫), পিতা-মৃত ছহির উদ্দিন,২) মোঃ আরিফ সরদার(৩৬),পিতা-শফি সরদার,উভয় সাং-নলডাঙ্গা সরদারপাড়া ,থানা-নলডাঙ্গা,জেলা-নাটোর’দ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের  বিরুদ্ধে নলডাঙ্গা থানার মামলা নং-০৮, তাং-১৫/০৬/২০২৩ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারনির ৮ (ক) রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage