চুরি করা চোরাই মালামাল সহ ০২ জন গ্রেফতার

১০/০৬/২০২৩ খ্রিঃ সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় আসামী ১। মোঃ মনজুর মোল্লা (৪২), পিতা- মোঃ জয়েন মোল্লা, সাং- দুর্লভপুর (হাইস্কুল সংলগ্ন), ২। মোঃ রাসেল সরকার (২৪), পিতা- মোঃ বাবু মিয়া,সাং- দুর্লভপুর (রেলকলোনী), উভয় থানা-নলডাঙ্গা, জেলা- নাটোর দ্বয় নলডাঙ্গা থানাধীন মোঃ সাত্তার সরদার (৬০)পিতা- মৃত আবু তাহের সরদার, সাং- সরকুতিয়া পূর্বপাড়া, থানা- নলডাঙ্গা, জেলা- নাটোর এর বাড়ীর জানালা ভেঙ্গে তার শয়ন কক্ষে থাকা স্টীলের বাক্সে রক্ষিত নগদ ২০,০০০/-টাকা ও একজোড়া স্বর্ণের বালা, যাহার ব্রঞ্চ সহ ওজন ৫৩.৩৮ গ্রাম, মূল্য অনুমান ২৪,০০০/-টাকা চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগন ও নলডাঙ্গা থানা পুলিশ আসামীদের আটক করে। আসামীদের বিরুদ্ধে নলডাঙ্গা থানার মামলা নং-০৭ তাং-১০-০৬-২০২৩ খ্রিঃ ধারা- ৪৫৪/৩৮০/৪১১ পেনাল কোড রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপদ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage