মাননীয় পুলিশ সুপার, নাটোর মহোদয়ের দিকনির্দেশনায় নলডাঙ্গা থানার মামলা নং-০৪ তাং-০৫-০৬-২০২৩ খ্রিঃ ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন (সং/০৩) আইনের ৯(১) এর এজাহার নামীয় আসামী মোঃ আসিফ (২৫), পিতা-মোঃ জনাব আলী ,স্থায়ী: গ্রাম- সরকুতিয়া (দক্ষিনপাড়া ) উপজেলা/থানা- নলডাঙ্গা, জেলা -নাটোর’ কে নলডাঙ্গা থানাধীন কুটুরীপাড়া গ্রাম এলাকা হইতে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।