রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোহাঃ সেলিম বাদশাহ নেতৃত্বে এসআই(নিরস্ত্র)/মোঃ সিরাজুল ইসলাম, বিপি-৭৬৯৫০৬৬৬৪২, সঙ্গীয় এএসআই(নিঃ) /মোঃ শফিকুল ইসলাম, বিপি-৭৭৯৬০২৩৬৯৮, এএসআই(নিঃ)/মোঃ আশফাকুল আসেকিন, বিপি-৮৪০৪০৪৭১৪৪, এএসআই (নিঃ)/ মোঃ আবু বক্কর সিদ্দিক, বিপি-৮৪০৫১০৯৫১৪, সঙ্গীয় ফোর্স কর্তৃক আসামী ১. মোঃ নুর জামান আলী(২৮), পিতা-মোঃ এন্তাজ আলী, ২. মোছাঃ নুরনাহার বেগম(৫১), স্বামী-মোঃ এন্তাজ আলী, উভয় সাং-বিদ্রিকা(মধ্যপাড়া), ডাকঘর-কেশরহাট, থানা- মোহনপুর, জেলা- রাজশাহীদ্বয়কে ৫৫(পঞ্চান্ন) গ্রাম ধূসর বাদামী বর্ণের অবৈধ মাদকদ্রব্য হেরোইন সাদৃশ্য পাউডার, যাহার অনুমান মূল্য ৫,৫০,০০০/-(পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার) টাকাসহ মোহনপুর থানাধীন বিদ্রিকা(মধ্যপাড়া) জনৈক ১। মোঃ নুর জামান আলী, ২। মোছাঃ নুরনাহার বেগমদ্বয়ের বসতবাড়ীর ভিতর শয়ন কক্ষের বারান্দার উপর হইতে গ্রেফতার করেন। পরবর্তীতে আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী এর মোহনপুর থানার ,এফআইআর নং-০২, তারিখ- ০৪ জুন ২০২৩; ধারা- ৩৬(১) সারণির ৮(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করে আসামী ১. মোঃ নুর জামান আলী(২৮), আসামী ২. মোছাঃ নুরনাহার বেগম(৫১) দ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।