কনস্টেবল ও নায়েক পদমর্যাদার পুলিশ সদস্যদের “দক্ষতা উন্নয়ন কোর্স” (১১ তম ব্যাচ) এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত। গত ২৭ মে ২০২৩ খ্রিঃ তারিখে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিরাজগঞ্জ’র পরিচালনায় ও পাবনা জেলা পুলিশের আয়োজনে পাবনা জেলা পুলিশ লাইনস্ অডিটরিয়ামে কনস্টেবল ও নায়েক পদমর্যাদার পুলিশ সদস্যদের ০১ সপ্তাহ মেয়াদি ‘দক্ষতা উন্নয়ন কোর্স’ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ৩৫ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে।‘দক্ষতা উন্নয়ন কোর্স’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)। এ সময় প্রধান অতিথি কোর্স সম্পর্কে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নিদের্শনামূলক বক্তব্য প্রদান করেন।