মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ সাইফুর রহমান,পিপিএম,নাটোর মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান সিংড়া থানা নাটোর এর নেতৃত্বে অদ্য ইং ১৮/০৫/২০২৩ তারিখে সিংড়া থানায় কর্মরত এসআই/মোঃ জিন্নুর রহমান সংগীয় ফোর্স সহ মাদক মুক্ত নাটোর জেলা গড়ার লক্ষ্যে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে নাটোর জেলার সিংড়া থানাধীন ০১ নং সুকাশ ইউনিয়নের অন্তর্গত হাটমুরশন হিন্দুপাড়া গ্রামস্থ শ্রী রবিন্দ্রনাথ সরকার এর ভোগ দখলীয় বসত বাড়ীর ভিতর আঙ্গীয়নায় ছোট-বড় ০৩(তিন) টি গাঁজার গাছ উদ্ধার পূর্বক শ্রী রবিন্দ্রনাথ সরকারকে ধৃত করিয়া ধৃত আসামীর বিরুদ্ধে সিংড়া থানার মামরা নং-১৬,তাং-১৮/০৫/২০২৩ ইং ধারা-৩৬(১) সারণির ১৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়েছে।