জেলা গোয়েন্দা শাখা, পাবনার পৃথক পৃথক অভিযানে ৬০(ষাট) পিচ ইয়াবা ট্যাবলেট এবং ৬৫০(ছয়শত পঞ্চাশ) গ্রাম গাঁজা এবং নগদ ২২০৩০/- টাকা সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে ওসি ডিবি, মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে গত ইং ২৬/০৩/২০২৩ তারিখ ডিবি পুলিশের এসআই(নিঃ) সাগর কুমার সাহা, এসআই(নিঃ) মোঃ মনারুল ইসলাম, এএসআই(নিরস্ত্র)মোঃ ইকবাল কবির, এএসআই(নিরস্ত্র)মোঃ সুলতান আলী সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানাধীন বাস টার্মিনাল হইতে হাজীর হাটগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১। মোঃ রবিউল ইসলাম (৩৮), পিতাঃ মৃতঃ দবির উদ্দিন, সাং-মন্দিরপুর (মসজিদের পাশে), থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনাকে ৬০(ষাট) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয় এবং পাবনা সদর থানাধীন ভবানীপুর সাকিনস্থ ধৃত আসামী মোঃ আনিচুর মালিথা এর দোকানের সামনে অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১। মোঃ আনিচুর মালিথা (৩২), পিতাঃ নিজাম মালিথা, সাং-ভবানীপুর (মালিথা পাড়া), থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনা, ২। মোঃ আইয়ুব আলী (৫৫), পিতাঃ মৃত বিল্লাল মন্ডল, সাং-ভবানীপুর তেতুলতলা, থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনাদ্বয়কে মাদক দ্রব্য ৬৫০(ছয়শত পঞ্চাশ) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয় এবং ধৃত আসামী মোঃ আইয়ুব আলী এর হেফাজত হইতে মাদক বিক্রয়ের নগদ ২২,০৩০/- টাকা উদ্ধার করা হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানার মামলা নং-৫৫ তারিখ ২৭/০৩/২০২৩ইং ধারা ২০১৮সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক) ধারা এবং পাবনার সদর থানার মামলা নং-৫৬ তারিখ ২৭/০৩/২০২৩ইং ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(ক) ধারায় পাবনা সদর থানায় পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।