বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৩ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৩ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। [২৬ ফেব্রুয়ারী ২০২৩ খ্রি.] পাবনা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস্ এএসআই আব্দুল জলিল মিলনায়তনে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।আগামী ২৭, ২৮ ফেব্রুয়ারি ও ০২ মার্চ পাবনা জেলার প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরিক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয়। এ সময় পুলিশ সুপার নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনে নির্দেশনা এবং পরামর্শ প্রদান করেন। নিয়োগ সংক্রান্তে কেউ কোন প্রকার আর্থিক লেনদনে জড়িত হলে তার বিরুদ্ধে ফৌজদারী আইনে ব্যবস্থা নেয়া হবে মর্মে সকলকে সতর্ক করা হয়। এ সময় জেলার সিনিয়র অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage