রাজশাহী জেলার বাগমারা থানা এলাকায় ইং ১৬/১০/১৯ তারিখ মাদক দ্রব্য ইয়াবা ও হেরোইন সহ ০২ জন আসামী গ্রেফতার এবং ০১ টি হারানো মোবাইল উদ্ধার।

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র, বাগমারা থানা, রাজশাহীতে কর্মরত এসআই (নিঃ) মোঃ আঃ রহিম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ইং ১৬/১০/১৯ তারিখ ১২.২০ ঘটিকায় বাগমারা থানাধীন ভাগনদী হইতে কোনাবাড়িয়া ব্রীজের পার্শ্বে জণৈক আঞ্জু শাহ এর জমির পশ্চিম পার্শ্বে পাকা রস্তার উপর হইতে ১১ (এগার) পিচ ইয়াবা সহ আসামী ১। মোঃ আবু বক্কর সিদ্দিক(২২), পিতা- মৃত আব্দুল্লাহ, সাং- ডোখলপাড়া, থানা- বাগমারা, জেলা- রাজমাহীকে ধৃত গ্রেফতার করেন। একই তারিখ ১৪.১৫ ঘটিকার সময় যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র, বাগমারা থানা, রাজশাহীতে কর্মরত এসআই (নিঃ) মোঃ আঃ রহিম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বাগমারা থানাধীন জণৈক মোঃ মোজাম্মেল আকন্দ, পিতা- মৃত ইমান আলী আকন্দ, সাং- কাতিলা, থানা- বাগমারা, জেলা- রাজশাহী এর রাইচ মিলের সামনে পাকা রাস্তার উপর হইতে ১০(দশ) গ্রাম হেরোইন সহ আসামী ১। মোঃ জিয়াউল হক জিয়া(৩৮), পিতা- মোঃ আবুল কালাম, সাং- কাতিলা, থানা- বাগমারা, জেলা- রাজশাহী কে ধৃত গ্রেফতার করেন। ধৃত আসামীদের বিরুদ্ধে বাগমারা থানায় নিয়মিত মামলা রুজু হয় এবং বিজ্ঞ আদালতে আসামীদের প্রেরণ করা হয়।

বাগমারা থানার জিডি নং-৯০১ তারিখ ২১/০৬/২০১৯ মূলে এএসআই(নিঃ) মোঃ সাইদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ হারানো (SAMSUNG GALAXY M20) মডেলের ০১ টি মোবাইল উদ্ধার করিয়া রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে এবং অফিসার ইনচার্জ বাগমারা থানার মাধ্যমে মোবাইেলর প্রকৃত মালিকদের প্রাপ্তী স্বীকার মূলে মোবাইল সেটিটি বুঝিয়ে দেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage