১৬ ডিসেম্বর, ২০২২ তারিখ রাজশাহী জেলা পুলিশের আয়োজনে সন্ধ্যা ৭.৩০ টায় পুলিশ লাইনস ব্যাডমিন্টন খেলার মাঠে মহান বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২ প্রতিযোগিতার সমাপণী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করেন রাজশাহীর রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মো: আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ( প্রশাসন ও অর্থ), অতিরিক্ত ডিআইজি ( অপারেশনস) ও অতিরিক্ত ডিআইজি ( ক্রাইম ম্যানেজমেন্ট)। সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম ( বার)। এ সময় রাজশাহী রেঞ্জের অন্যান্য সিনিয়র অফিসারসহ জেলা পুলিশের অন্যান্য অফিসার-ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন । পুরস্কার বিতরণী শেষে রাত ৮.৩০ ঘটিকায় পুলিশ লাইন্সে মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।