ইং-১৬/১০/২০১৯ খ্রিঃ তারিখ ১৭.১৫ ঘটিকার সময় উপ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ সবুজ মিয়া সংগীয় ফোর্স সহ নাচোল থানাধীন সোনাইচন্ডি হাটস্থ্য নকিব ফার্মাসী এর সামনে পাঁকা রাস্তার উপর হইতে ১০৫ (একশত পাঁচ) গ্রাম গাঁজা সহ আসামী শ্রী ফুলচাঁন সিং (৪৫), পিতা- মৃত শুকরা সিং, স্থায়ী : গ্রাম- সোনাইচন্ডি, উপজেলা/থানা- নাচোল, চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশকে গ্রেফতার করেন। যাহার পেক্ষিতে নাচোল থানার মামলা নং-০৮ তাং-১৬/১০/২০১৯ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১)এর ১৯(ক) রুজু করা হয়।