লালপুর থানা পুলিশ কর্তৃক ০৬ (ছয়) জন মাদক সেবনকারী গ্রেফতার

অফিসার ইনচার্জ জনাব মোঃ সেলিম রেজা লালপুর থানার এর নির্দেশনা মোতাবেক এসআই মোঃ সেলিম হোসেন ইসলাম সঙ্গীয় অফিসার  এএসআই (নিঃ) সৈয়দ করম আলী, এএসআই (নিঃ) মোঃ শহিদুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ নাজমুল হোসেন, এএসআই (নিঃ) মোঃ মুক্তার হোসেন  থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া আসামী . মোঃ আঃ খালেক ফকির (৫২), পিতা- মৃত ইসমাইল মোল্লা স্থায়ী : গ্রাম- জয়কৃষ্ণপুর, উপজেলা/থানা- লালপুর, নাটোর, . মোঃ রিন্টু আলী (৩০), পিতা- মোঃ আবুল কাশেম স্থায়ী : গ্রাম- জয়কৃষ্ণপুর, উপজেলা/থানা- লালপুর, নাটোর, . মোঃ রবিউল ইসলাম (২৪), পিতা- মোঃ কামাল হোসেন স্থায়ী : গ্রাম- আটটিকা, উপজেলা/থানা- লালপুর, নাটোর,  . মোঃ হুজ্জুত আলী (৪০), পিতা- মোঃ ইউনুছ আলী স্থায়ী : গ্রাম- বিদিরপুর, উপজেলা/থানা- লালপুর, নাটোর,  . মোঃ আবু তালেব (৩০), পিতা- মোঃ মেহের আলী প্রামানিক স্থায়ী : গ্রাম- বেরিলাবাড়ী, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ . মোঃ হাফিজুর রহমান ওরফে আইনাল প্রামানিক (৩৫), পিতা- মোঃ মজির উদ্দিন প্রামানিক স্থায়ী : গ্রাম- পাইক পাড়া, উপজেলা/থানা- লালপুর, নাটোরগণকে অবৈধ মাদক দ্রব্য গাঁজা সেবন করা অবস্থায় গ্রেফতার করেন। থানায় এসে এসআই (নিঃ) মোঃ সেলিম হোসেন বাদী হয়ে একটি মামলা রুজু করেন। যাহা লালপুর থানার মামলা নং-২৪/৩৪৫, তারিখ- ১৬/১০/১৯ইং, ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬ (১) সারনীর ২১।







সর্বশেষ সংবাদ
DIG Homepage