জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক জয়পুরহাট পাঁচবিবি থানা এলাকা হতে ২৩(তেইশ) বোতল FAIR DYL(মাদক)সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় ১৬-১০-২০২২ খ্রিঃ তারিখ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই(নিঃ)মোঃ ফারুক হোসেন,পিপিএম,এসআই(নিঃ)মোঃ মিজানুর রহমান অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন আয়মা রসুলপুর ইউপি অন্তর্গত কড়িয়া গ্রামস্থ জনৈক মোঃ রহিম এর বসত বাড়ীর সামনে কড়িয়া টু কদমতলী গামী পাকা রাস্তার উপর হতে ২৩(তেইশ)বোতল FAIR DYL(মাদক)সহ আসামী ০১। মোঃ জনি সরকার(২৮), পিতা- আঃ খালেক সাং নাকড়গাছী,A/P শশুর মোঃ সেকেন্দার আলী সাং পশ্চিম কড়িয়া ২। মোঃ সাবু মন্ডল(২৮) পিতা- মোঃ ওবায়দুল সাং পশ্চিম কুড়িয়া উভয় থানা-পাঁচবিবি জেলা-জয়পুরহাটদ্বয়কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জয়পুরহাট পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজুর প্রক্রিয়াধীন।