ক্ষেতলাল থানা পুলিশ কর্তৃক ০১ (এক) টি স্টীলের ফল্ডিং ধারালো বার্মিজ চাকুসহ ০১ (এক) জন এবং গ্রেফতারী পরোয়ানা মূলে ০২ (দুই) জন গ্রেফতার।

মাননীয় পু‌লিশ সুপার জয়পুরহাট স্যারের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল স্যারের  তত্বাবধানে ক্ষেতলাল থানার এসআই (নিঃ) মোঃ রবিউল আওয়াল, সঙ্গীয় এএসআই (নিঃ) মোঃ দুলাল হোসেন ও ফোর্স সহ ১৫-১০-২০২২ খ্রি: তারিখ অভিযান পরিচালনা করিয়া ক্ষেতলাল থানার পৌর এলাকা হইতে ০১ (এক) টি স্টীলের ফল্ডিং এক মুখি ধারালো বার্মিজ চাকু সহ আসামী ১। মোঃ শহিদুল ইসলাম মন্ডল (৩৫), পিতা- মৃতঃ আজাহার মন্ডল, সাং- আটিগ্রাম (দাশড়া), থানা- ক্ষেতলাল, জেলা- জয়পুরহাটকে গ্রেফতার করেন। উক্ত ঘটনা সংক্রান্তে ক্ষেতলাল থানার এফআইআর নং-০৮/২৬৬, তারিখ- ১৫-১০-২০২২ খ্রিঃ ধারা- 19(f) ১৮৭৮ সালের অস্ত্র আইন রুজু হইয়াছে। ওয়ারেন্ট মূলে ০২ (দুই) জন আসামীকে গ্রেফতার করিয়া পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage