জনাব মোহাম্মদ নূরে আলম, পুলিশ সুপার, জয়পুরহাট মহোদয়ের দিক নিদের্শনায় এবং মোঃ জাহিদুল হক অফিসার ইনচার্জ , ক্ষেতলাল, জয়পুরহাট সহযোগীতায় ক্ষেতলাল থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ রবিউল আওয়াল সঙ্গীয় কং/১৩৪ মোঃ রহিনুল ইসলাম, উভয়ে ক্ষেতলাল থানা, জয়পুরহাট গত ১২-১০-২০২২ খ্রিঃ ১৯.২০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করিয়া ক্ষেতলাল থানাধীন ১নং তুলশীগঙ্গা ইউনিয়ের অন্তর্গত দাশড়া সড়াইল গ্রামস্থ জনৈক মোঃ শাহিনুর ইসলাম (৪৫), পিতা- মোঃ তরাফ উদ্দিন মন্ডল এর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ গোলাম রব্বানী (৩০), পিতা-মৃত রজিব, সাং-দাশড়া মালিগাড়ী, থানা-ক্ষেতলাল, জেলা-জয়পুরহাটকে গ্রেফতার পূর্বক মোট ১০ (দশ) পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট, ওজন ০৫ (পাঁচ) গ্রাম, মূল্য অনুমান= ২০০০/- (দুই হাজার) টাকা উদ্ধার করেন। উক্ত ঘটনা সংক্রান্তে আসামীর বিরুদ্ধে ক্ষেতলাল থানার মামলা নং-০৭, তারিখ- ১২/১০/২০২২ খ্রিঃ ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনির ২৯(ক) রুজু করা হয়েছে। অপর দিকে এএসআই উজ্জল কুমার উড়াও সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় ০৩ (তিন) মাসের সিআর সাজা গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী রফিকুল ইসলাম, পিতা-রায়হান, সাং-কৃষ্ণনগর, থানা-ক্ষেতলাল, জেলা-জয়পুরহাটকে গ্রেফতার করেন। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।