জয়পুরহাট জেলা ক্ষেতলাল থানাধীন আলমপুর ইউনিয়নের মধুপুকুর এলাকা হতে ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানা এলাকায় ০৪-১০-২০২২ খ্রিঃ তারিখ ক্ষেতলাল থানার এসআই (নিঃ) মোঃ রেজাউল করিম, কনস্টেবর মোঃ রাকিবুল ইসলাম মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে ক্ষেতলাল থানাধীন আলমপুর ইউনিয়ন অন্তর্গত মধুপুকুর বাজারে রাস্তার উপর হতে আসামী ১। মোঃ ফাজেল মন্ডল (৩৫), পিতা-মৃত আলাল মন্ডল, সাং-আদশ গ্রাম থানা-ক্ষেতলাল, জেলা-জয়পুরহাটকে ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তাহার বিরুদ্ধে ক্ষেতলাল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে।