জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা পুলিশ কর্তৃক ৪৮ বোতল ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য ( PHENSEDYL, FAIRDYL ও MK DYL) এবং একটি মোটর সাইকেলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা পুলিশ কর্তৃক পাঁচবিবি পৌরসভাধীন দমদমা এলাকা হতে ৪৮ বোতল ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য ( PHENSEDYL, FAIRDYL ও MK DYL) এবং একটি মোটর সাইকেল সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। জয়পুরহাট জেলায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালীন পাঁচবিবি থানার এসআই(নি:)/মোঃ নূর আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি পৌরসভার অন্তর্গত দমদমা গ্রামস্থ জয়পুরহাট টু হিলি গামী পাঁকা রাস্তার তিনমাথা হইতে ১০০ গজ উত্তর দিকে জনৈক মঞ্জরুল আলম টেডার্স ধান ও গমের আড়ত এর সামনে পাঁকা রাস্তার উপর হতে ১৬/০৯/২০২২ খ্রিঃ তারিখ সময় ১৬:৫০ ঘটিকায় ৪৮ বোতল ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য ( PHENSEDYL, FAIRDYL ও MK DYL) এবং একটি পুরাতন লাল রংয়ের GLAMOUR HERO 125cc মোটর সাইকেল উদ্ধারসহ আসামী মোঃ ফরহাদ হোসেন(২৮) পিতা-মোঃ নূর ইসলাম, গ্রাম- দৈবকনন্দনপুর, থানা- পাঁচবিবি, জেলা -জয়পুরহাটকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage