মোহনপুর থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনাকালে জিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত (তালিকাভুক্ত সন্ত্রাসী ০১ জন) ০২ (দুই) জন আসামী এবং ৩৪ ধারায় ০১ (এক) জন আসামী গ্রেফতার।

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ, মোহনপুর থানা, মোহাঃ তৌহিদুল ইসলাম এর নেতৃত্বে ০৮/০৯/২০২২ খ্রিঃ তারিখে মোহনপুর থানার অফিসার-ফোর্স কর্তৃক মামলা নং জিআর-১০৫/২১ (মোহনপুর), ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনীর ১৬/৪১ এর   জিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ১। মোঃ বিপ্লব হোসেন, পিতা- মৃত আঃ রহমান, সাং- বাটুপাড়া, থানাঃ মোহনপুর, জেলাঃ রাজশাহী ও তানোর থানার মামলা নং- ১৩, তারিখ- ১২/১০/২০২০ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ৮(গ)/১০(খ)/৩৮/৪১,  জিআর- ১৬৫/২০ (তানোর) এর  জিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ২। মোঃ সেলিম রেজা(৩২), পিতা- মোঃ ফারেজ মন্ডল ওরফে পারেছ, সাং- খাড়ইল, থানা- মোহনপুর, জেলা- রাজশাহী এর ওয়ারেন্টভুক্ত আসামীদ্বয়কে এবং মোহনপুর থানার জিডি নং-৩৮৬, তারিখ- ০৭/০৯/২০২২ ইং, মোহনপুর থানার নন এফ আই আর প্রসিকিউশন নং- ৭৩/২২, তারিখ-০৮/০৯/২০২২ ইং,  ধারা- পুলিশ আইনের ৩৪ (৬) ধারা মূলে আসামী ৩। মোঃ শাহজাহান (৩৮), পিতাঃ মৃত আব্দুস সুবাহান, সাং- সাকোয়া, কেশরহাট পৌরসভা, থানাঃ মোহনপুর, জেলাঃ রাজশাহীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, জিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ২। মোঃ সেলিম রেজা(৩২), পিতা- মোঃ ফারেজ মন্ডল ওরফে পারেছ, সাং- খাড়ইল, থানা- মোহনপুর, জেলা- রাজশাহী মোহনপুর থানার একজন তালিকাভুক্ত সন্ত্রাসী।  







সর্বশেষ সংবাদ
DIG Homepage