জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক জয়পুরহাট পাঁচবিবি থানা এলাকা হতে ৩০০ (তিনশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় ০৮-০৯-২০২২ খ্রিঃ তারিখ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই(নিঃ) মোঃ ফারুক হোসেন,পিপিএম, এসআই(নিঃ)মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন পৌরসভার অন্তর্গত ছোট মানিক গ্রাম এলাকা হতে ৩০০ (তিনশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামী ০১। মোঃ শাহিন মোল্লা(৩৮), পিতা-মোঃ মৃত বূদির উদ্দিন মোল্লা সাং-ছোট মানিক, ২। মোঃ রেজুয়ান মন্ডল(৩৮) পিতা মৃত হযরত আলী, সাং দমদমা উভয়,থানা-পাচঁবিবি, জেলা- জয়পুরহাটদ্বয়কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জয়পুরহাট পাচঁবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। ১নং আসামী মোঃ শাহিন মোল্লা এর বিরুদ্ধে পূর্বের মাদকের ০৩(তিন)টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে এবং সে মাদক ব্যবসায়ীর তালিকাভূক্ত আসামী।