নাটোর জেলার পুলিশ সুপার জনাব লিটন কুমার সাহা, পিপিএম-বার মহোদয়ের নির্দেশনায় সিংড়া থানার পুলিশ কর্তৃক পারিবারিক আদালত, নাটোর মোকাদ্দমা নং-১৭/১৯ এর ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড দন্ডিত আসামী মোঃমতিন প্রামানিক পিতা- আব্দুল জলিল, সাং- ধুলাউড়ি, ২।পারিবারিক আদালত, নাটোর মোকাদ্দমা নং-১৭/১৯ ও এর ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড দন্ডিত আসামী মোঃ মোশারোফ হোসেন পিতা-মোঃহায়দার আলী প্রামানিক,সাং-পালসা, ৩।যুগ্ম দায়রা জজ আদালত,নাটোর এর সিআর মামলা নং-৩১৮/১৬ (সিংড়া) ধারা-১৩৮ আইনের সাজার প্রাপ্ত আসামী মোঃ জিয়াউর রহমান, পিতা-মৃত মহির উদ্দিন শাহ সাং-পারচক সর্বাথানা-সিংড়া, জেলা- নাটোরগনকে গ্রেফতার করিয়া বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।