জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ২০৫(দুইশত পাঁচ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ কর্তৃক পাঁচবিবি থানা এলাকা হতে ২০৫(দুইশত পাঁচ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় ২৩-০৮-২০২২ খ্রিঃ তারিখ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই(নিঃ) মোঃ আমিরুল ইসলাম, এএসআই(নিঃ) মাহমুদ সিদ্দিকী, এএসআই (নিঃ) মোঃ জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানাধীন আটাপুর ইউপি-র অন্তর্গত মহিপুর গ্রামস্থ ধৃত আসামী মোছাঃ রুলি খাতুন(৩০)এর বসত বাড়ী হতে ২০৫(দুইশত পাঁচ)পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামী ০১। মোছাঃ রুলি খাতুন (৩০), পিং-মোঃ নুরুজ্জামান বাবু, স্বামী-মোঃ আরিফ, সাং-মহিপুর, থানা-পাঁচবিবি জেলা-জয়পুরহাটকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বের ০৪টি মাদক মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage