জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ কর্তৃক পাঁচবিবি থানা এলাকা হতে ২০৫(দুইশত পাঁচ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় ২৩-০৮-২০২২ খ্রিঃ তারিখ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই(নিঃ) মোঃ আমিরুল ইসলাম, এএসআই(নিঃ) মাহমুদ সিদ্দিকী, এএসআই (নিঃ) মোঃ জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানাধীন আটাপুর ইউপি-র অন্তর্গত মহিপুর গ্রামস্থ ধৃত আসামী মোছাঃ রুলি খাতুন(৩০)এর বসত বাড়ী হতে ২০৫(দুইশত পাঁচ)পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামী ০১। মোছাঃ রুলি খাতুন (৩০), পিং-মোঃ নুরুজ্জামান বাবু, স্বামী-মোঃ আরিফ, সাং-মহিপুর, থানা-পাঁচবিবি জেলা-জয়পুরহাটকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বের ০৪টি মাদক মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে।