১৯৯৬ সালে ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত পাবনার সাবেক পুলিশ সুপার মরহুম জমসেদ উদ্দিন ভুঁইয়া স্মরণে আজ পাবনার পুলিশ সুপার ( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত ) মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম, পাবনা পুলিশ মেমোরিয়াল গ্যালারীতে মরহুম জমসেদ উদ্দিন ভুঁইয়ার ছবি স্থাপন করেছেন ।এসময় সাংবাদিক এম জি বিপ্লব চৌধুরী উপস্থিত ছিলেন ।উল্লেখ্য জনাবা এমজি বিপ্লব চৌধুরী মরহুম জামশেদ উদ্দিন ভুইয়ার স্মৃতি সংরক্ষনে তার নামে একটি দাতব্য হাসপাতাল পরিচালনা করেন। জেলা পুলিশ পাবনার পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা। পুলিশ সুপার পাবনা জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান , বিপিএম এর উদ্যোগে পুলিশ ১লা মার্চ,২০২১ খ্রিঃ তারিখে পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ মেমোরিয়ৈল ওয়াল নির্মিত হয়।