নাটোর সিংড়া থানায় ১০ পিচ ইয়াবাসহ ০১ জন এবং ১০ গ্রাম গাঁজা সহ ০২ জন আসামীকে গ্রেফতার ও ০১টি জিআর ওয়ারেন্ট আসামী গ্রেফতার।

সিংড়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ পিচইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজা সহ আসামী ১। মোঃ আলিম ৥ বাবু (৩০), পিতা-মৃত আকবর প্রামানিক স্থায়ী : গ্রাম- গুনাইখাড়া পূর্বপাড়া ২। মোঃ ইসলাম সওদাগর (৩৪) পিতা মোঃ জামাল উদ্দিন প্রাং সাং-সিংড়া সরকার পাড়া ৩। মোঃ রহেদ আলী (৩৫) পিতা-মৃত কালু সাং-একডালা, সর্বাথানা-সিংড়া, জেলা-নাটোরগণকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage