ক্ষেতলাল থানা পু‌লিশ কর্তৃক ২০ (বিশ) লিটার দেশীয় তৈরী চলাই মদ সহ ০৩ জন ও ০৯ পিচ ট্যাপেন্ডাটল ট্যাবলেটসহ ০১ জন এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী-০৩ (তিন)জন সর্ব ০৭ (সাত) জন আসামী গ্রেফতার।

জনাব মোঃ রওশন ইয়াজদানী অফিসার ইনচার্জ, ক্ষেতলাল থানা, জয়পুরহাটের দিক নিদের্শনায় ক্ষেতলাল থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ মোছলেছুর রহমান সঙ্গীয় অফিসারসহ সহযোগীতায় ০৬ জুলাই, ২০২২,তারিখ ২১.৩০ ঘটিকায় ক্ষেতলাল থানাধীন ২নং বড়তারা ইউপির অন্তর্গত পাঠানপাড়া গ্রাম হইতে আসামী ১। মোঃ জনি ফকির (৩০), পিতা- মোঃ আনিছুর ফকির ২। মোঃ রেজ্জাকুল ফকির (২৮), পিতা- মোঃ কাশেম ফকির, উভয়ের সাং- হারুঞ্জা ফকিরপাড়া, থানা-কালাই ৩। শ্রী বংক চন্দ্র বর্মন (৩৮), পিতা-মৃত যতিন্দ্রনাথ বর্মন, সাং-পাঠানপাড়া হিন্দুপাড়া, থানা- ক্ষেতলাল, সর্ব জেলা-জয়পুরহাটগণদের হেফাজত হইতে ০২ (দুই)টি কাপড়ের তৈরী ব্যাগের মধ্যে রক্ষিত ০৪টি সাদা জ্যারিকেন ভিতরে সর্ব মোট ২০ (বিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ, মোট মূল্য অনুঃ ৮,০০০/- (আট হাজার) উদ্ধার করেন এবং এসআই (নিঃ) মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ০৬ জুলাই, ২০২২,তারিখ ২১.০০ ঘটিকার সময় ক্ষেতলাল থানাধীন পৌরসভার ফকিরপাড়া গ্রাম হইতে আসামী ১. মোঃ আঃ সবুর রুবেল (৩৮), পিতা-মোঃ আঃ মতিন ,স্থায়ী: গ্রাম- মুন্দাইল, উপজেলা/থানা- ক্ষেতলাল, জেলা -জয়পুরহাটকে ০৯ (নয়) পিচ কাটা নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট, মোট ওজন ০১ (এক) গ্রাম, মূল্য অনুমান= ১৮০০/- (এক হাজার আটশত) টাকাসহ এবং আসামী ২. মোঃ টুল্লু মন্ডল(৩৫), পালাইয়া যায়। অপরদিকে অভিযান পরিচালনা করিয়া গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০৩ (তিন) জন আসামীসহ সর্ব মোট ০৭ (সাত) জন আসামী গ্রেফতার করা হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage