ক্ষেতলাল থানা পু‌লিশ কর্তৃক ২০ (বিশ) গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার।

জনাব মোঃ রওশন ইয়াজদানী অফিসার ইনচার্জ, ক্ষেতলাল থানা, জয়পুরহাটের দিক নিদের্শনায় ক্ষেতলাল থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ মাসুদ রানা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সহযোগীতায় ০৭ জুলাই, ২০২২,তারিখ ২৩.৩০ ঘটিকার সময় ক্ষেতলাল থানাধীন ১নং তুলশীগঙ্গা ইউপির অন্তর্গত ইকরগাড়া গ্রামস্থ সতিঘাটা বাঁধের সুইচ গেটের উপরর হইতে আসামী ১. কৃষ্ণ কুমার সাহা(২৫), পিতা-রবিন্দ্রনাথ সাহা , গ্রাম- ক্ষেতলাল সাহাপাড়া থানা- ক্ষেতলাল, জেলা -জয়পুরহাটকে গ্রেফতার পূর্বক ১০ (দশ) পুড়িয়া মাদকদ্রব্য গাঁজা, যাহা কাগজসহ ওজন ২০ (বিশ) গ্রাম, মূল্য অনুঃ ১,০০০/- (এক হাজার) টাকা উদ্ধার করেন। আসামীকে মাদক মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage