জনাব মোঃ রওশন ইয়াজদানী অফিসার ইনচার্জ, ক্ষেতলাল থানা, জয়পুরহাটের দিক নিদের্শনায় ক্ষেতলাল থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ মাসুদ রানা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সহযোগীতায় ০৭ জুলাই, ২০২২,তারিখ ২৩.৩০ ঘটিকার সময় ক্ষেতলাল থানাধীন ১নং তুলশীগঙ্গা ইউপির অন্তর্গত ইকরগাড়া গ্রামস্থ সতিঘাটা বাঁধের সুইচ গেটের উপরর হইতে আসামী ১. কৃষ্ণ কুমার সাহা(২৫), পিতা-রবিন্দ্রনাথ সাহা , গ্রাম- ক্ষেতলাল সাহাপাড়া থানা- ক্ষেতলাল, জেলা -জয়পুরহাটকে গ্রেফতার পূর্বক ১০ (দশ) পুড়িয়া মাদকদ্রব্য গাঁজা, যাহা কাগজসহ ওজন ২০ (বিশ) গ্রাম, মূল্য অনুঃ ১,০০০/- (এক হাজার) টাকা উদ্ধার করেন। আসামীকে মাদক মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।