অফিসার ইনচার্জ জনাব মোঃ সেলিম রেজা লালপুর থানার এর নির্দেশনা মোতাবেক এসআই মোঃ সেলিম হোসেন ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া আসামী ১. (816VD) মোঃ সাহাবুদ্দিন (২৮), পিতা- মোঃ গোলাম মোস্তফা স্থায়ী : গ্রাম- নওয়াপাড়া, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ ২. (816V4) মোঃ রাসেল আলী (২৬), পিতা- মোঃ বাবু মন্ডল স্থায়ী : গ্রাম- পানসি পাড়া, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ ৩. (816VG) মোঃ রনি (২৮), পিতা- মোঃ সোলেমান মন্ডল স্থায়ী : গ্রাম- পানসি পাড়া, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ ৪. (816VX) মোঃ আবু জাফর (৪০), পিতা- মৃত গাজের মিস্ত্রী স্থায়ী : গ্রাম- নওয়াপাড়া, উপজেলা/থানা- লালপুর, নাটোর, ৫. (817QV) মোঃ আশিকুজ্জামান ওরফে মুকুল (৩৫), পিতা- মৃত আফসার আলী স্থায়ী : গ্রাম- কুজিপুকুর (মধ্যপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোরগনকে অভৈধ ভাবে মাদক দ্রব্য শুকনা গাঁজা বিক্রয় ও সেবন করা অবস্থায় গ্রেফতার করেন।