লালপুর থানাধীন ২নং পুরাতন ঈশ্বরদী ইউনিয়ন এর নুরুল্লাহপুর গ্রাম হইতে এসআই (নিঃ) মোঃ সেলিম হোসেন সংগীয় অফিসার ফোর্স সহ আসামী ১. (817QW) মোঃ ইব্রাহিম হোসেন (৩০), পিতা- মোঃ কালাম প্রামানিক স্থায়ী : গ্রাম- নুরুল্লাপুর, উপজেলা/থানা- লালপুর, নাটোরকে ইং ১৫/১০/২০১৯ তারিখ রাত্রী ২২.৪৫ ঘটিকার সময় লালপুর থানাধীন নুরুল্লাহপুর গ্রামস্থ জনৈক মোঃ হাজের আলী মৌলভী (৬৫), পিতা- মৃত নিয়ামত এর মুদি দোকানের পশ্চিম পার্শ্বে হেয়ারিং রাস্তার উপর ২০ (বিশ) পিচ ইয়াবা টাবলেট সহ আটক করেন। এই সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ সেলিম হোসেন বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা রুজু হয়। মামলা নং- ২২/৩৪৩, তারিখ- ১৫/১০/২০১৯ইং, ধারা- ৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।