বিট পুলিশিং বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি, আপনার পুলিশ আপনার পাশে ।

তথ্য দিন সেবা নিন। বিট পুলিশিং বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি, আপনার পুলিশ আপনার পাশে । এই স্লোগান কে বাস্তবায়নের লক্ষ্যে, ইং ০৭/০৬/২০২২ তারিখ বেড়া মডেল থানার ০৬ নং বিট (কৈটোলা ইউনিয়ন ) এলাকার আওয়াল বাঁধে বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের সমন্বয়ে বিট পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতি প্রাপ্ত) জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম, আরও উপস্থিত ছিলেন বেড়া সার্কেলের সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার জনাব কল্লোল কুমার দত্ত। উক্ত মহতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব অরবিন্দ সরকার, অফিসার ইনচার্জ বেড়া মডেল থানা এবং সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মো সিদ্দিক হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) বেড়া মডেল থানা পাবনা,। বিট পুলিশিং সভায় বেড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, বেড়া থানার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধি বক্তব্য রাখেন।উক্ত বিট পুলিশিং মত বিনিময় সভায় উপস্থিত কোমলমতী ছাত্র, অভিভাবক, বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মাদক, জঙ্গীবাদ, ধর্ষন, বাল্য বিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং, নারী নির্যাতন অপরাধ প্রতিরোধে বিট পুলিশ/ থানা পুলিশ কে সহযোগিতা সহ সামাজিক প্রতিরোধের মাধ্যমে একটি নিরাপদ সমাজ গড়ে তোলার জন্য মাননীয় পুলিশ সুপার মহোদয় দিকনির্দেশনা প্রদান করেন। বিট পুলিশিং সভার সার্বিক দায়িত্ব পালন করেন বিট অফিসার এসআই মোঃ জুবাইদুল ইসলাম, সহকারি বিট অফিসার এএসআই মো হামিদুর ইসলাম।







সর্বশেষ সংবাদ
DIG Homepage