ক্ষেতলাল থানায় কর্মরত এসআই (নিঃ) মহা আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগীতায় ০৬ জুন, ২০২২,তারিখ ০৩.০০ ঘটিকার সময় ক্ষেতলাল থানাধীন আলমপুর ইউপিস্থ ফুলদিঘী সিনিয়র ফাজিল মাদ্রাসার পিছনে মোঃ আইজুল, পিতা- মৃত আব্দুল এর ইউক্লিক্টাস গাছের বাগানের মধ্যে হইতে আসামী ১. মোঃ সবুজ সরদার(৩৫), পিতা-মোঃ লুৎফর সরদার ২. মোঃ গোফ্ফার প্রামানিক(৪২), পিতা-মৃত মজিবর রহমান প্রামানিক ৩. মোঃ আলম আকন্দ(৫০), পিতা-মৃত ময়েন উদ্দিন আকন্দ সকলের গ্রাম- পাঁচুইল, ৪. মোঃ সাগর খান(৪৫), পিতা-মৃত মাছুদুর রহমান ৫. মোঃ ইছাহাক(৪২), পিতা-মৃত রশিদ সরদার উভয়ের গ্রাম- দৌলতপুর, ৬. মোঃ জিয়াউর শেখ(৪০), পিতা-মৃত আবু কালাম গ্রাম- থামরা (থামুড়া) , সর্বথানা- ক্ষেতলাল, জেলা -জয়পুরহাটদের জুয়া খেলারত অবস্থায় গ্রেফতার পূর্বক ঘটনাস্থল হইতে (১) সর্ব মোট ৮৫০ (আটশত পঞ্চাশ) টাকা (২) DON তাস ০১ (এক) সেট, ০৩। জুয়া খেলায় ব্যবহৃত ০১টি নীল পলিথিন উদ্ধার করেন। উক্ত ঘটনা সংক্রান্তে জুয়া আইনে মামলা রুজু করিয়া আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।