ক্ষেতলাল থানা পু‌লিশ কর্তৃক ২০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ০১ জন আসামী গ্রেফতার।

ক্ষেতলাল থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ কাজী রেজাউল করিম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগীতায় ০৪ জুন, ২০২২,তারিখ ১৯.৩৫ ঘটিকার সময় ক্ষেতলাল থানাধীন বড়তারা ইউপির অন্তর্গত বড়তারা গ্রামস্থ বড়তারা ইউনিয়ন পরিষদের সামনে চার মাথা পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ রেজোয়ান ইসলাম (২৪), পিতা-মোঃ আঃ রাজ্জাক ,স্থায়ী: গ্রাম- বাঘোপাড়া , থানা- ক্ষেতলাল, জেলা -জয়পুরহাটকে ২০ (বিশ) পিচ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট, ওজন ০২ (দুই) গ্রাম, মূল্য অনুমান = ৩,০০০/- (তিন হাজার) টাকাসহ গ্রেফতার করেন। উক্ত ঘটনা সংক্রান্তে মাদক আইনে মামলা রুজু করিয়া আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage