”বিট পুলিশিং বাড়ী বাড়ী, নিরাপদ সমাজ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে জনগনের দারগোড়ায় পুলিশি সেবাকে পৌছে দেয়ার লক্ষে পুলিশ সুপার, পাবনা মহোদয়ের দিকনির্দেশনায় গত ০১/০৬/২২ তারিখ বিকাল ০৩.০০ ঘটিকায় পাবনা সদর থানাধীন ৮ নং গয়েশপুর বিট এলাকার শালাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিট পুলিশিং মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত বিট পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম, পুলিশ সুপার, পাবনা মহোদয়। আরও উপস্থিত ছিলেন পাবনা সদর থানার অফিসার ইনচার্জ জনাব আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশন) জনাব মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন গয়েশপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ মোতাহার হোসেন মুতাই। উক্ত বিট পুলিশিং মত বিনিময় সভায় উপস্থিত কোমলমতী ছাত্র ছাত্রী, অভিভাবক, বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মাদক, জঙ্গীবাদ, ধর্ষন, বাল্য বিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং, নারী নির্যাতন অপরাধ প্রতিরোধে বিট পুলিশ/ থানা পুলিশ কে সহযোগিতা সহ সামাজিক প্রতিরোধের মাধ্যমে একটি নিরাপদ সমাজ গড়ে তোলার জন্য মাননীয় পুলিশ সুপার মহোদয় দিকনির্দেশনা প্রদান করেন।