প্রবেশন কার্যক্রমের মাঠ প্রশিক্ষণের উপর সরেজমিনে পুলিশ সুপার, পাবনা মহোদয়ের সাথে ছাত্রদের আলোচনা ও অভিজ্ঞতা আদান প্রদান।

প্রবেশন অফিসারের কার্যালয়, পাবনাতে সংযুক্ত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের মাঠ প্রশিক্ষণের অংশ হিসেবে আজ পুলিশ সুপারের কার্যালয়, পাবনাতে প্রবেশন কার্যক্রমের মাঠ প্রশিক্ষণের উপর সরেজমিনে পুলিশ সুপার, পাবনা মহোদয়ের সাথে ছাত্রদের আলোচনা ও অভিজ্ঞতা আদানপ্রদান হয়। উক্ত আয়োজনে সম্মানিত পুলিশ সুপার, পাবনা জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম মহোদয়ের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ মাসুদ আলম Masud Alam মহোদয়। পুলিশ সুপার, পাবনা মহোদয় শিশু আইন, ২০১৩ বাস্তবায়নে জেলা পুলিশের বিভিন্ন কাজ, শিশু সুরক্ষা, আইনের সংস্পর্শে আসা শিশু, সুবিধাবঞ্চিত শিশুসহ প্রবেশন কার্যক্রমের বিভিন্ন ধাপসমূহ বাস্তবায়নে পাবনা জেলা পুলিশের উদ্যোগগুলো তুলে ধরেন। পাশাপাশি নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক গঠনে মাননীয় আইজিপি স্যারের উদ্যোগ ও বাস্তবায়নে জেলা পুলিশের সফলতা তুলে ধরেন। একই সাথে যুব সমাজে মাদক বিরোধী কার্যক্রমে ছাত্র সমাজের ভূমিকা ও সহযোগিতার জন্য এগিয়ে আসতে সবাইকে আরো সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন। এসময় পুলিশ সুপার, পাবনা মহোদয় সমাজ ও দেশের সার্বিক উন্নয়েন ছাত্র সমাজের করণীয় সম্পর্কে নিজ অভিজ্ঞতা উল্লেখ করে সুন্দর সমাজ বিনির্মানে সকলকে এগিয়ে আসতে আহবান জানান ও জেলা পুলিশ পাবনা এর সকল সমন্বয়ের বিষয়গুলো উপস্থাপন করেন। সর্বশেষে ছাত্রদের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে তুলে দেন ১৯৭০-৭১ সালে পাবনায় কর্মরত এসপি চৌধুরী আব্দুল গাফফার মহোদয়ের মুক্তিযুদ্ধ চলাকালীন সাহসী ভূমিকার উপর লেখা বই ও জেলা পুলিশের ক্যালেন্ডার।







সর্বশেষ সংবাদ
DIG Homepage