ক্ষেতলাল থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ রবিউল আওয়াল সঙ্গীয় অফিসার ফোর্সের সহযোগীতায় ক্ষেতলাল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০২-০৬-২০২২ তারিখ রাত্রী ০৩.১৫ ঘটিকার সময় ক্ষেতলাল আলমপুর ইউপির অন্তর্গত আলমপুর উত্তরপাড়া গ্রামস্থ গ্রেফতারকৃত আসামীর বসত বাড়ীর পূর্ব দূয়ারী ঘরের সামনে হইতে আসামী মোঃ বেলাল হোসেন (৩৮), পিতা-মোঃ নুরুল শাহ ,স্থায়ী: গ্রাম- আলমপুর (উত্তরপাড়া) , উপজেলা/থানা- ক্ষেতলাল, জেলা -জয়পুরহাটকে ২০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এবং ০১ জুন, ২০২২,তারিখ ২২.৩০ ঘটিকার সময় ক্ষেতলাল থানাধীন আলমপুর ইউপির অন্তর্গত বানাইচ গ্রামস্থ বানাইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পূর্ব কর্ণারে টয়লেটের পার্শ্বে হইতে আসামী ১. মোঃ রাজু (১৯), পিতা- মোঃ আঃ রহমান, , গ্রাম- শিবপুর, ২. মোঃ রকি মন্ডল(২০), পিতা-মোঃ জয়নাল মন্ডল গ্রাম- বিনাই পাঁচখুপী, ৩. মোঃ সাকিব(২০), পিতা-মোঃ সোহেল রানা , গ্রাম- শিবপুর, সর্ব থানা- ক্ষেতলাল, জেলা -জয়পুরহাটদের মাদকদ্রব্য গাঁজা সেবনরত অবস্থায় গ্রেফতার করেন। উক্ত ঘটনা সংক্রান্তে পৃথক পৃথক দুইটি মামলা রুজু করিয়া আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।