ক্ষেতলাল থানা পু‌লিশ কর্তৃক জুয়া খেলার তাস ও নগদ টাকা উদ্ধারসহ ০৫ জন আসামী গ্রেফতার।

ক্ষেতলাল থানায় কর্মরত এসআই (নিঃ) মহ আলম সঙ্গীয় অফিসার ফোর্সের সহযোগীতায় ৩০-০৫-২০২২ তারিখ ক্ষেতলাল থানাধীন তুলশীগঙ্গা ইউপির অন্তর্গত বটতলী গ্রামস্থ মোঃ জাহাঙ্গীর, পিতা-মৃত মোহাম্মদ আলী, সাং-বটতলী নামাপাড়া এর পুকুর পাড়ের উপর নির্মিত টিন শেড ঘড়ের মধ্যে হইতে আসামী ১. মোঃ ভুট্টু(৪০), পিতা-মোঃ সুলতান ,স্থায়ী: গ্রাম- তিলাবুদুল শাহপাড়া) , উপজেলা/থানা- ক্ষেতলাল, জেলা -জয়পুরহাট, ২. মোঃ নজরুল(৪১), পিতা-মৃত শামছুদ্দীন ,স্থায়ী: গ্রাম- বটতলী (নামাপাড়া) , উপজেলা/থানা- ক্ষেতলাল, জেলা -জয়পুরহাট, বাংলাদেশ ৩. মোঃ নুর আলম(৩৫), পিতা-মৃত জহির শাহ ,স্থায়ী: গ্রাম- তিলাবুদুল শাহপাড়া) , উপজেলা/থানা- ক্ষেতলাল, জেলা -জয়পুরহাট, ৪. মোঃ আব্দুল মান্নান(৩৫), পিতা-মোঃ কোমড় উদ্দিন ,স্থায়ী: গ্রাম- তিলাবুদুল শাহপাড়া) , উপজেলা/থানা- ক্ষেতলাল, জেলা -জয়পুরহাট, ৫. মোঃ হাসান(৩৫), পিতা-মৃত ছহির উদ্দীন শাহ ,স্থায়ী: গ্রাম- তিলাবুদুল শাহপাড়া) , উপজেলা/থানা- ক্ষেতলাল, জেলা -জয়পুরহাটগণদের গ্রেফতার পূর্বক ঘটনাস্থল হইতে ১। সর্ব মোট ৮০০ (আটশত) টাকা ০২। DON তাস ০১ (এক) সেট ৩। জুয়া খেলায় ব্যবহৃত ০১টি সিমেন্টের বস্তার তৈরী পাটি উদ্ধার করেন। আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage