জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)কর্তৃক ২৮(আঠাশ) গ্রাম হেরোইন, ১৩০ (একশত ত্রিশ)পিচ Tapentadol tablet এবং ২০০(দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক কালাই থানা এলাকা হতে ২৮(আঠাশ) গ্রাম হেরোইন, ১৩০ (একশত ত্রিশ)পিচ Tapentadol tablet এবং ২০০(দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।   জয়পুরহাট জেলার কালাই থানা এলাকায় ২৯-০৫-২০২২ খ্রিঃ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই(নিঃ) মোঃ আমিরুল ইসলাম সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই (নিঃ) মাহমুদ সিদ্দিকী ও ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলার কালাই থানাধীন উদয়পুর ইউপির অন্তর্গত পুর ত্রিখোলা গ্রামস্থ (পুর মৌজা) মোসলেমগঞ্জ টু পানিতলা গামী পাকা রাস্তার মাঝামাঝি জনৈক নান্নু এর ধান ক্ষেত এর সামনে পাকা রাস্তার উপর হতে ২৮(আঠাশ) গ্রাম হেরোইন, ১৩০ (একশত ত্রিশ)পিচ Tapentadol tablet এবং ২০০(দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক আসামী ১। মোঃ সেলিম মিয়া(৩৩), পিং-খয়বর আলী, সাং-শিহিপুর, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধাকে গ্রেফতার করে জয়পুরহাট ডিবি পুলিশ। তাহার বিরুদ্ধে কালাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী মোঃ সেলিম মিয়া এর বিরুদ্ধে মাদক মামলাসহ পূর্বের ০৪ টি মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন আছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage