ট্রাক ড্রাইভারের সততা

জনৈক মোঃ লিটন মিয়া, পিতা-লেহাজ উদ্দিন, সাং-বারইগাঁও, থানা কাপাসিয়া, জেলা-গাজীপুর। তিনি ইং ২৯/০৪/২০২২ তারিখ সকাল অনুমান ০৮.২০ ঘটিকার সময় মোটরসাইকেল যোগে তাহার ব্যবসা প্রতিষ্ঠান গাজীপুর চৌরাস্তা যওয়ার পথে থাকার ব্যাগে থাকা ২৫,০০,০০০/- (পঁচিশ লক্ষ) টাকা পথি মধ্যে পড়ে যায়। উক্ত টাকা গুলি নাটোর জেলার উত্তর পটুয়াপাড়া গ্রামের মৃত জাফরউল্লার ছেলে ট্রাক ড্রাইভার শাহ নেওয়াজ, ট্রাক নিয়ে নাটোরে আসার পথে উক্ত টাকার ব্যাগটি পায়। সে ব্যাগের কোন মালিক খুঁজে না পাইয়া ব্যাগটি নাটোর নিয়ে চলে আসেন এবং উল্লিখিত ব্যাগে রক্ষিত টাকার বিষয়টি নাটোর থানা পুলিশকে অবগত করেন। তাহার দেওয়া তথ্য মতে নাটোর থানা পুলিশ গাজীপুর পুলিশের সাথে যোগযোগ পূর্বক কাপাসিয়া থানা পুলিশ গাজীপুরের সাথে সমন্বয় করে যাচাই বাছাই আন্তে উক্ত টাকা প্রকৃত মালিক মোঃ লিটন মিয়ার কাছে তুলে দেওয়া হইলো।







সর্বশেষ সংবাদ
DIG Homepage