জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার নন্দীগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্র (প্রস্তাবিত)-এর শুভ উদ্বোধন করেন সম্মানিত রেঞ্জ ডিআইজি, রাজশাহী মহোদয়

১৮ এপ্রিল ২০২২ খ্রি. সোমবার জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা পুলিশের আয়োজনে পাঁচবিবি থানার নন্দীগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্র (প্রস্তাবিত) এর শুভ উদ্বোধন করেন জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী মহোদয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মনিরুল শহীদ মন্ডল, চেয়ারম্যান পাঁচবিবি উপজেলা পরিষদ, জনাব মোঃ বরমান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার পাঁচবিবি, জনাব রবিউল আলম পিন্টু, চেয়ারম্যান মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ, জনাব রফিকুল ইসলাম চৌধুরী শাহীন, সাবেক চেয়ারম্যান মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ এছাড়াও উক্ত অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ জনগণ। প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ ডিআইজি মহোদয় বলেন, তদন্ত কেন্দ্র তৈরি করতে আপনাদের প্রত্যেকের অবদান রয়েছে। যারা এই তদন্ত কেন্দ্র তৈরি করেছেন তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের প্রত্যাশিত মানের পুলিশ বাহিনী গঠনের লক্ষে কাজ করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর সেই রকম নির্দেশা অনুযায়ী পুলিশকে জনবান্ধব হতে হবে। জনগণের ট্যাক্স-এর পয়শায় পুলিশ বেতন পায়, শুধু পুলিশ না সকল প্রজাতন্ত্রের কর্মচারী জনগণের টাকায় বেতন পায়। রাষ্ট্রের সকল প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা ও কর্মচারী জনগণের সেবায় নিয়োজিত। সুতরাং পুলিশ বাহিনী তাদেরকে প্রত্যাশিত সেবা পৌঁছে দিতে হবে। এই তদন্ত কেন্দ্র হবার ফলে এলাকার মান-মর্যাদা বৃদ্ধি পাবে। মাননীয় প্রধান মন্ত্রীর প্রত্যাশা পূরণ হবে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে উঠবে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage