জয়পুরহাট জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনাকালীন পাঁচবিবি থান এসআই(নিঃ) মোঃ আনিছুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পাঁচবিবি থানাধীন নওদা বাজার এলাকায় অবস্থান কালে গোপন সংবাদের মাধ্যমে জানিতে পারেন যে, পাঁচবিবি থানাধীন বাগজানা ইউপির অন্তর্গত পশ্চিম রামচন্দ্রপুর গ্রামস্থ জনৈক মোঃ আব্দুল হামিদ এর বসত বাড়ীর উত্তর পাশ্বে পশ্চিম রামচন্দ্রপুর হইতে শেকটা গামী কাঁচা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে বাদী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পাঁচবিবি থানাধীন বাগজানা ইউপির অন্তর্গত পশ্চিম রামচন্দ্রপুর গ্রামস্থ জনৈক মোঃ আব্দুল হামিদ এর বসত বাড়ীর উত্তর পাশ্বে পশ্চিম রামচন্দ্রপুর হইতে শেকটা গামী কাঁচা রাস্তার উপর হইতে ইং-১০/০৪/২০২২ খ্রিঃ সময় ১৭:৩০ ঘটিকায় ২০০ (দুইশত) পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ভারতীয় ইঞ্জেকশন (এ্যাম্পল), উদ্ধার পূর্বক আসামী ১। মোছাঃ রেবা বেগম @ রুবি (৫৭) স্বামী-মৃত আঃ রহমান @ লালু মিয়া, পিতা-মৃত সেকেন্দার আলী, স্থায়ী সাং-মালগ্রাম উত্তরপাড়া, বর্তমান সাং-খান্দারবিল পশ্চিমপাড়া (আসামীর ছোট বোন জেসমিন, স্বামী-মোজাম্মেল এর বাড়ীতে বসবাস করে) থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াকে আটক করেন।