টিআরসি নিয়োগ ২০২২ পাবনা জেলা পুলিশের তত্বাবধায়নে আজ দ্বিতীয় দিন মাঠপর্যায়ে ২০০ মিটার দৌড়, পুশআপ , লং জাম্প ও হাই জাম্প এর বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। উক্ত বাছাইয়ে ৮০৯ জন পুরুষ ও ৫৫ জন নারী প্রার্থী উত্তীর্ন হয়। আগামীকাল ১০০০ মি( নারী) ১৬০০ মিটার দৌড় (পুরুষ), ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং ইভেন্ট অনুষ্ঠিত হবে।সকলকে প্রয়োজনীয় কাগজসহ( তালিকা সরবরাহ করা হয়েছে) সকাল ৬/৩০ ঘটিকার মধ্যে পুলিশ লাইনস মাঠে হাজির হওয়ার জন্য বলা হল।